速報APP / 生活品味 / মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ

價格:免費

更新日期:2019-02-25

檔案大小:3.7M

目前版本:1.0

版本需求:Android 4.1 以上版本

官方網站:mailto:vaivaidroids@gmail.com

Email:https://vaivaidroids.blogspot.com/2019/02/get-bd-app-ltd_88.html

聯絡地址:Adabor,Shyamoli, Dhaka-1207

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ(圖1)-速報App

(১) এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছায় খাই।

উত্তরঃ ঝাঁটা।

(২) সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?

উত্তরঃ গুই-সাপ।

(৩) জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।

উত্তরঃ হুঁকো।

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ(圖2)-速報App

(৪) কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।

উত্তরঃ মাটির হাড়ি।

(৫) আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।

উত্তরঃ মামা।

(৬) দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।

উত্তরঃ সন্দেশ।

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ(圖3)-速報App

(৭) কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।

উত্তরঃ লবণ।

(৮) চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।

উত্তরঃ পালকি।

(৯) যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।

উত্তরঃ বাদুর।

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ(圖4)-速報App

(১০) ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।

মজার ধাঁধাঁ শিখুন- উত্তর সহ(圖5)-速報App